এক নজরে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ
-: পরিচিতি :-
রামকান্তপুর ইউনিয়ন পরিষদ ফরিদপুর জেলার সালথা উপজেলার (সাবেক নগরকান্দা) একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। রামকান্তপুর অবিভক্ত আটঘর ইউনিয়ন হতে 1974 সালে বিভক্ত হয়ে স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করে। এখানে আছে ঐতিহ্যবাহী মাটিয়াদহ নদী। যেথায় সারা বছর পানি থাকলেও শীত মৌসুমে ক্ষনিকের জন্য শুকিয়ে যায়। এ নদীটি সাধারণের জন্য উন্মুক্ত এবং খুবই উপকারী। যার জল দ্বারা স্থানীয় হাজার হাজার কৃষক ফসলী জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপাদন করে থাকে। এখানে আছে বর্ষিয়ান রাজনৈতিকবিদ, আছে ধর্মীয় বিশেষ নেতা আরও আছে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরণের মসজিদ, মাদ্রাসা। উল্লেখ্য যে, উপজেলা ভবনটি এই ইউনিয়নেরই অন্তর্গত। যা 2008 সালে তৎকালিন বর্ষিয়ান রাজনৈতিক নেতা ফরিদপুর 2 আসনের স্বনামধন্য এবং বারবার নির্বাচিত নেত্রী জনাব সৈয়দা সাজেদা চৌধুরী মরহুমার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়। যা এখন সালথা উপজেলাবাসীর জন্য নাগরিক সেবা প্রাপ্তির এক মডেল স্বরুপ। উপজেলা চত্ত্বর টি রকমারী ফলদ ও বনজ বৃক্ষ দ্বারা সাজানো গোছানো। বিনোদনের জন্য দূর দূরান্ত হতে বিভিন্ন পেশা-শ্রেণির লোকজন আসে। ফলে উপজেলা চত্ত্বরটি এক পর্যটন কেন্দ্রে রুপ নিয়েছে।
ইউনিয়নের নাম: রামকান্তপুর ইউনিয়ন।
উপজেলা: সালথা।
জেলা: ফরিদপুর।
প্রতিষ্ঠিত সালঃ 1974
ইউপি কমপ্লেক্স ভবন নির্মান কাল: 2018 খ্রী:।
বর্তমান চেয়ারম্যান: ইসারত হোসেন
ইউপি সচিব : মোঃ জাহিদ হোসেন
উপজেলা হইতে দূরত্ব : 1.5 কি:মি:।
আয়তন: 9.68 বর্গ কিলোমিটার।
যার উত্তরেঃ আটঘ ঘর ইউনিয়ন
পশ্চিমেঃ দাদপুর ইউনিয়ন
দক্ষিনেঃ সোনাপুর ইউনিয়ন
পূর্বেঃ ভাওয়াল ইউনিয়ন
মোট জনসংখ্যাঃ 19957 জন।
(পুরষ- 10650 জন, মহিলা- 9307 জন)।
মোট ভোটার সংখ্যা: 12345 জন।
(পুরুষ ভোটার- 6720 জন, মহিলা ভোটার সংখ্যা- 6173 জন)।
মোট জমির পরিমাণ: 1311 একর।
(এক ফসলী- 110 একর, দুই ফসলী- 660একর, তিন ফসলী- 540 একর, পতিত- ০১ একর)।
প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: 6 টি, রেজি: প্রা: বিদ্যালয়- 01 টি।
মাদ্রাসা সংখ্যা : ফাযিল মাদ্রাসা- ০0 টি, আলিয়া মাদ্রাসা- ০1 টি, কাওমী মাদ্রাসা- 09 টি।
ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ- 35 টি, মন্দির- ০3 টি এবং শ্মশান ঘাট- ০২ টি।
শিক্ষার হার : ৩7.২8 %
হাট-বাজারের সংখ্যা : ০২ টি (বাহিরদিয়া, রামকান্তপুর)
গ্রামের সংখ্যা ও নাম (ওয়ার্ড ভিত্তিক):
১নং ওয়ার্ড
মোট গ্রাম- 01 টি।
(ক) রামকান্তপুর
২নং ওয়ার্ড
মোট গ্রাম- 0১ টি।
(ক) রামকান্তপুর
৩নং ওয়ার্ড
মোট গ্রাম- ০2 টি।
(ক) রামকান্তপুর (খ) শৈলডুবী
3নং ওয়ার্ড
মোট গ্রাম- 02 টি।
(ক) রামকান্তপুর (খ) শৈলডুবী
4নং ওয়ার্ড
মোট গ্রাম- 02 টি।
(ক) নিধিপট্টি (খ) খলিশাডুবী
5নং ওয়ার্ড
মোট গ্রাম- 01 টি।
(ক) সালথা পাটপাশার (খ) সালথা হাবেলী (আংশিক)
6নং ওয়ার্ড
মোট গ্রাম- 04 টি।
(ক) সালথা হাবেলী (আংশিক) (খ) তেলী সালথা (গ) উত্তর মদনদিয়া (ঘ) দক্ষিন মদনদিয়া
7নং ওয়ার্ড
মোট গ্রাম- 02 টি।
(ক) নারানদিয়া (খ) বলিভদ্রদী
8নং ওয়ার্ড
মোট গ্রাম- 01 টি।
(ক) ছোট বাহিরদিয়া
9নং ওয়ার্ড
মোট গ্রাম- 01 টি।
(ক) বড় বাহিরদিয়া
পাকা রাস্তা : 22 কি: মি:
কাচা রাস্তা : 28 কি: মি:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস